পাহাড় চড়ার নেশায় ইরানে যাওয়া অধ্যাপকের দেশে ফেরা অনিশ্চিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
পূর্ণ মাত্রায় চলছে ইরান-ইসরায়েল যুদ্ধ। এ প্রেক্ষিতে ভেঙ্গে পড়েছেন ইরানে আটকে থাকা অন্তত ১০ হাজার ভারতীয়। তাদের মধ্যে রয়েছেন কলকাতার অধ্যাপক ফাল্গুনী দে। পাহাড় চড়ার নেশায় ইরানে পাড়ি দিয়েছিলেন। কিন্তু এখন আর দেশে ফিরতে পারছেন না তিনি। কঠিন পরিস্থিতিতে দূতাবাসের থেকেও কোনও সাহায্য পাচ্ছেন না বলে জানিয়েছেন ফাল্গুনী।
জানা যায়, কলকাতার উইমেন্স ক্রিশ্চান কলেজের ভূগোলের অধ্যাপক ফাল্গুনী। চলতি মাসেই ইরানে গিয়েছিলেন তিনি। কিন্তু ইজরায়েলের সঙ্গে সংঘাতের জেরে বন্ধ ইরানের আকাশসীমা। ফলে ভারতের ফেরার বিমান নেই। এ পরিস্থিতিতে ফাল্গুনী বলেন, এক্সপিডিশন শেষের দু’দিনের মধ্যে ইরান ছাড়ব ভেবেছিলাম। কিন্তু তা এখনও সম্ভব হয়নি।
হাতে থাকা টাকার পরিমাণও ফুরিয়ে আসছে তার। এ বিষয়ে অধ্যাপক বলেন, তেহরানে ফিরে ৪০ ডলার (ভারতীয় মুদ্রায় সাড়ে তিন হাজার) প্রতিদিনের ভাড়ার একটি হোটেলে উঠি। কিন্তু তা বেশিদিন টানা সম্ভব হচ্ছে না। কারণ, না এজেন্সি টাকা পাঠাচ্ছে, না দূতাবাস। যুদ্ধকালে খরচ তুলতে হিমশিম অবস্থা। এমনকি, নিজের বাড়িতে টাকা আনাব, সেই সুযোগও নেই। কারণ সব ব্যাঙ্ক বন্ধ।
আরও পড়ুন: অভিনেতা মুকুল দেবের মৃত্যুর কারণ ‘একাকিত্ব’? যা বললেন তার ভাই
ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে গত রবিবার তেহরানের ভারতীয় দূতাবাস থেকে নির্দেশ জারি করা হয়েছিল। যেখানে একাধিক হেল্পলাইন নম্বরের পাশাপাশি যোগাযোগের জন্য জারি করা হয় টেলিগ্রাম লিঙ্ক। কিন্তু ফাল্গুনীর কথায়, দূতাবাসের তরফে কোনও সাহায্য মেলেনি।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভারতীয় দূতাবাস কিছু বলতে পারছে না। তারা নিজেও জানে না কবে বিমান চলাচল শুরু হবে। গত চার দিন ধরে আমাকে বলছে আপনারা সবাই শান্ত থাকুন, হোটেলের বাইরে বেরোবেন না সাবধানে থাকুন। ওরা কাকে ছেড়ে, কাকে দেখবে এই রকম পরিস্থিতি।