ইরান থেকে ইসরায়েল অভিমুখে ডজনখানেক ‘সুইসাইড ড্রোন’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
ইসরায়েলের হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে ইরান। এর অংশ হিসেবে দেশটি ইসরায়েলের দিকে আত্মঘাতী সুইসাইড ড্রোন পাঠিয়েছে। সোমবার (১৬ জুন) ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইরানের সেনাবাহিনী ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে।
ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হেইদারি জানান, ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে কয়েক ডজন সুইসাইড ড্রোন ব্যবহার করা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ছিল ‘আরাশ’ নামের শক্তিশালী ড্রোন, যার রেঞ্জ ২ হাজার কিলোমিটার পর্যন্ত।
জেনারেল হেইদারি বলেন, সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের ড্রোন ইউনিটগুলো ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) মহাকাশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আইআরজিসি গত শুক্রবার থেকে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরানের এ প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশটিতে চালানো এ হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষসহ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন।
এছাড়াও ইসরাইলের হামলায় ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি রয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে ইরানি কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।