ড্রোন-বিধ্বংসী লেজার প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল রাশিয়া

ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া
ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া  © সংগৃহীত

ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শিগগিরই দেশটির বৃহত্তর বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এটি অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করছে মস্কো।

রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজ্য করপোরেশন (রোস্টেক) ও রোসাটমের প্রতিনিধিদের সঙ্গে অ্যান্টি-ড্রোন লেজার প্রতিরক্ষা ব্যবস্থার এ পরীক্ষা প্রত্যক্ষ করেছেন জ্যেষ্ঠ উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ।

বিবৃতিতে বলা হয়, এ পরীক্ষার প্রাথমিক লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে বিভিন্ন আবহাওয়া ও পরিস্থিতিতে সর্বশেষ লেজার সিস্টেমের কার্যকারিতার একটি বিস্তৃত মূল্যায়ন পরিচালনা করা।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি সহজেই যেকোনো স্থানে মোতায়েন করা যাবে।

আরও পড়ুন: ডাকসুর নির্বাচন কমিশন গঠন ও তফসিলের দাবিতে ফের কর্মসূচির ঘোষণা

রুশ সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি লেজার সিস্টেম একটি অজ্ঞাত স্থান থেকে উড়ে আসা ড্রোনগুলোকে ভূপাতিত করছে। হামলার পর ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে ভিডিওতে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সফল পরীক্ষাটি নতুন এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন আরও বিস্তৃত করার পথ প্রশস্ত করেছে।
খবর রয়টার্স


সর্বশেষ সংবাদ