ইরানে ইসরায়েলি হামলায় প্রতিক্রিয়ায় যা বলল চীন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM

ইরানের ওপর ইসরায়েলের হামলাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে চীন। শুক্রবার (১৩ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।
তিনি আরও বলেন, চীন এই হামলার বিরোধিতা করছে এবং এটিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করছে, কারণ এমন হামলা থেকে আঞ্চলিক সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে—যা কেউই কামনা করে না।
চীন আশা করছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে। উত্তেজনা কমাতে ও কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে চীন গঠনমূলক যে কোনো উদ্যোগে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন লিন জিয়ান।
আরও পড়ুন: ইরানের সেনাবাহিনী-আইআরজিসি-হেড কোয়ার্টারের নতুন প্রধানদের নাম ঘোষণা
এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের আটটি শহরে ব্যাপক হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এই হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির সেনাবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রধান জেনারেল হোসাইন সালামি, খতম আল আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশীদ এবং আইআরজিসির বিমান শাখার প্রধান ব্রিগেডিয়ার আমির আলী হাজিজাদেহ।
এছাড়াও নিহত হয়েছেন ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফেরেয়দুন আব্বাসি ও মোহাম্মদ মাহদি তেহরাঞ্চি, যাদের মধ্যে আব্বাসি ছিলেন ইরানের পরমাণু কর্মসূচির অন্যতম প্রধান দায়িত্বে। ওই হামলায় ৭৮ জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২৯ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, অন্তত ১০০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেগুলোর প্রায় সবই ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাসংক্রান্ত।
উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক মিত্র। দেশটির অন্যতম প্রধান তেল ক্রেতা চীনই, এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞারও কড়া সমালোচক বেইজিং। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়, যা চীনের মধ্যপ্রাচ্য কূটনীতির একটি বড় অর্জন হিসেবে বিবেচিত।