ভারতবিরোধী স্লোগান দিয়ে ছেঁড়া হলো পতাকা

  © সংগৃহীত

লন্ডনে সফরে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চ্যাথাম হাউসে এক আলোচনা সভা শেষে গাড়িতে ওঠার সময় তার ওপর হামলার চেষ্টা করে খালিস্তানপন্থিরা। খবর, ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে’র।

বুধবার (৫ মার্চ) স্থানীয় সময় রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। সভা ঘিরে আগে থেকেই ভবনের সামনে পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন খালিস্তানপন্থিরা। জয়শঙ্করকে দেখে ভারতবিরোধী স্লোগান দেন তারা।

সভাশেষে তিনি যখন গাড়িতে উঠবেন, ঠিক তখন বিক্ষোভকারীদের মধ্য থেকে একজন হঠাৎই তার গাড়ির সামনে ছুটে যান। পরে, কনভয়ের সামনেই ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এসময়, আরও কয়েকজন জয়শঙ্করের গাড়ির সামনে আসার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা অন্যত্র সরে যায়।

এই হামলার নেপথ্যে খলিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পন্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল।

উল্লেখ্য, ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম– খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন। ভারতের পাঞ্জাবে ১৯৮০-র দশকে এ আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। এর জের ধরে সেসময় অনেক সহিংসতার ঘটনা ঘটে এবং মৃত্যু হয় হাজারও মানুষের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence