জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, শক্ত অবস্থানে ডানপন্থিরাও

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ফ্রিডরিখ মের্জ

ফ্রিডরিখ মের্জ © সংগৃহীত

জার্মানির জাতীয় নির্বাচনে ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীলরা জয়লাভ করেছে। যদিও প্রত্যাশিত ৩০ শতাংশ ভোট না পেলেও তারা প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে। উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মের্জ বলেছেন, আজ রাতে আমরা উদযাপন করবো, আর সকাল থেকে কাজ শুরু করবো।

রোববার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে কট্টর ডানপন্থি অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) ২০.৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে, এটি দলটির জন্য রেকর্ড। দলের চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ওয়াইডেল সমর্থকদের সঙ্গে বিজয় মিছিল করেছেন। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় কিছুটা হতাশাও দেখা গেছে।

ভোটের ফলাফল অনুযায়ী, পূর্ব জার্মানির বেশিরভাগ এলাকায় এএফডি ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। সরকারি সম্প্রচার মাধ্যম জেডডিএফের সমীক্ষা অনুযায়ী, তারা সেখানে ৩৪ শতাংশ ভোট পেয়েছে। ওয়াইডেল বলেছেন, জার্মানরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তবে তিনি দাবি করেন, মের্জের সম্ভাব্য জোট সরকার টিকবে না এবং দ্রুত নতুন নির্বাচন হবে।

রাজনৈতিক মানচিত্রে দেখা গেছে, পূর্বাঞ্চলে এএফডির আধিপত্য থাকলেও অন্যান্য অংশে মূলত রক্ষণশীলদের আধিপত্য বিস্তার করেছে।

গত বছর ওলাফ শলৎজের নেতৃত্বাধীন তিন দলীয় জোট ভেঙে পড়ার পর মের্জ একটি শক্তিশালী সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৮৩ শতাংশ ভোটার উপস্থিতির মধ্যেও তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ) ও বাভারিয়ান সহযোগী দল (সিএসইউ) মোট ২৮.৬ শতাংশ ভোট পেয়েছে, যা প্রত্যাশার তুলনায় কম।

এএফডির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মের্জ। জার্মান রাজনীতিতে কট্টর ডানপন্থিদের সঙ্গে মূলধারার দলগুলোর জোট গঠনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে, সম্ভাব্য জোটসঙ্গী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছে, মাত্র ১৬.৪ শতাংশ ভোট পেয়েছে। বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎজ এই ফলাফলকে ‘তীব্র পরাজয়’ বলে স্বীকার করেছেন এবং জোট আলোচনায় অংশ নেবেন না বলে জানিয়েছেন।

সূত্র: দ্যা গার্ডিয়ান

পে-স্কেলে ৪০ ঊর্ধ্বদের চিকিৎসা ভাতা বাড়ছে ৩৫০০ টাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ২৪ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
  • ১৯ জানুয়ারি ২০২৬
গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9