নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ, আইসিসিকে নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট
আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট  © ফাইল ফটো

ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের পর আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টকেই (আইসিসি) নিষিদ্ধ করার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ মে) কংগ্রেসের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা জানান। ব্লিঙ্কেন বলেন, এ ধরনের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

একজন রিপাবলিকান সদস্য আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেয়ার পর তিনি এমন মন্তব্য করেন। এ সপ্তাহেই সিদ্ধান্তটির ওপর ভোটাভুটি হতে পারে।

এদিকে এই লক্ষ্যে বিধোধীদল রিপাবলিকানদের সঙ্গে কাজ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেনকে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন করেছিলেন, আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য মার্কিন কংগ্রেসের দুই দল যদি একসঙ্গে উদ্যোগ নেয়, তাহলে আপনি কি তা সমর্থন করবেন? বাইডেন জবাব দেন, আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি। খবর ডয়চে ভেলে

বাইডেন বলেন, করিম খানের সিদ্ধান্ত ভুল। ইসরায়েল ও হামাসের তুলনা চলে না। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে, যুদ্ধবিরতি ও জিন্মিদের মুক্তি দেয়া নিয়ে ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে চুক্তিতে পৌঁছানোও কঠিন হয়ে পড়বে।

এর আগে ইসরায়েল সরকারের মুখপাত্র হেইনরিশ বলেছিলেন, আমরা সভ্য ও স্বাধীন দেশগুলোর কাছে অনুরোধ করছি, যারা সন্ত্রাসবাদকে ঘৃণা করে, তারা যেন ইসরায়েলের পাশে দাঁড়ায়। আপনাদের উচিত, এই পদক্ষেপের নিন্দা করা।

এর আগে গত সোমবার আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন নেতার বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। তাঁরা হলেন গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেইফ এবং সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া।

 

সর্বশেষ সংবাদ