বিড়ালের ‘ডক্টর অব লিটার-এচার’ ডিগ্রি অর্জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ১৯ মে ২০২৪, ০৯:২৫ AM
ইঁদুর শিকার বা ঘুমানোর জন্য নয় বরং বন্ধুত্বসুলভ আচরণের জন্য ‘ডক্টরেট অব লিটার-অ্যাচার’ ডিগ্রি প্রদান করা হবে ম্যাক্স নামের একটি বিড়ালকে। যুক্তরাষ্ট্রের ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সমাবর্তনের আগে শনিবার (১৯ মে) ম্যাক্স ডাও নামের এই বিড়ালকে সম্মানসূচক ‘ডক্টরেট অব লিটার-অ্যাচার’ ডিগ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছে, অনেক বছর ধরেই ক্যাসেলটন পরিবারের আদরের সদস্য ম্যাক্স। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ক্যাম্পাসের প্রবেশদ্বারের কাছাকাছি একটি পরিবারের সঙ্গে বাস করে জনপ্রিয় এ বিড়ালটি।
এ প্রসঙ্গে বিড়ালের মালিক অ্যাশলে ডাও জানান, ম্যাক্স ক্যাম্পাসে যেত এবং কলেজের ছাত্রদের সঙ্গে মজা করতো। আর শিক্ষার্থীরাও বিড়ালটিকে বেশ ভালোবাসে। ম্যাক্স সম্পর্কে তিনি আরও বলেন, চার বছরে ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে উঠেছে ম্যাক্স। শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গ পছন্দ করে। তাদের সঙ্গে খেলে, আদর করলে কোলে ওঠে। সে ক্যাম্পাস ট্যুরসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেয়, এমনকি সেলফির জন্য পোজও দেয়।
তবে ‘ডক্টরেট অব লিটার-অ্যাচার’ উপাধির অর্থ সাহিত্যের গবেষক নয়। জানা যায়, ইংরেজিতে ‘লিটার’ শব্দটি পশুপাখির সন্তানার্থে ব্যবহৃত হয়। যেকোনো শব্দের শেষে ‘অ্যাচার’ জুড়লে তা ইংরেজি ব্যাকরণ মেনে পরিণত হয় বিশেষ্য পদে। ভারমন্টের সাহিত্যবিভাগ তাই এই উপাধি দিয়েছে বিড়ালটিকে।
ড. ম্যাক্স ডৌ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘অনুষদ থেকে অনুসমর্থন সাপেক্ষে ম্যাক্সকে সম্মানসূচক ‘ডক্টরেট অব লিটার-অ্যাচার’ দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ভারমন্ট স্টেট কলেজের ট্রাস্টি বোর্ড।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ম্যাক্স গ্র্যাজুয়েশনের মঞ্চে হাঁটতে পারবে না। সে শিগগিরই সনদ পেয়ে যাবে।
সূত্র: বার্তা সংস্থা এপি