যুক্তরাষ্ট্রে ইউসিএল ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থীদের মধ্যে সংষর্ষ

০১ মে ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ)  বিক্ষোভকারী দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ)  বিক্ষোভকারী দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ)  বিক্ষোভকারী দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের এ সংঘর্ষের এক পক্ষে আছে ফিলিস্তিনপন্থীরা। অপর পক্ষে ইসরায়েলপন্থীরা।

ইউসিএলএর উপাচার্য মেরি ওসাকো এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এ ঘটনার জেরে আইন প্রয়োগকারীদের ডাকা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সমাবেশকে বেআইনি ঘোষণার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এর আগে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ।

স্থানীয় সময় গতকাল রাত সাড়ে নয়টার দিকে হ্যামিল্টন হলে পুলিশ ঢুকে পড়ে। পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকে দরজার বাইরে মানবঢাল তৈরি করেছিলেন। 

একপর্যায়ে হ্যামিল্টন হল থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। সেখান থেকে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে এ বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসগুলোয় তাঁবু খাটিয়ে এখনো চলছে বিক্ষোভ।

 
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬