আপেলের জুস কেড়ে নেওয়ায় বিমানবন্দরের তিন কর্মকর্তাকে তরুণীর মারধর

৩০ এপ্রিল ২০২৩, ০৬:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দর

ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দর © ফাইল ফটো

আপেলের জুস কেড়ে নেওয়ায় বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে।

পরে বিমানবন্দরের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে ওই তরুনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীকে গ্রেপ্তারের নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মকর্তাদের ওপর হামলা চালান ১৯ বছর বয়সী মাকিয়াহ কোলম্যান নামের ওই তরুণী।

আরো পড়ুন: প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ১৭ হাজার পরীক্ষার্থী

আদালতের নথিতে বলা হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার কাছে আপেলের জুস পাওয়া যায়।বিমানে কোনও ধরনের জুসই পরিবহন করার নিয়ম না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা আপেলের জুস কেড়ে নেন।

এভাবে আপেলের জুস কেড়ে নেওয়ায় বিরক্ত হন কোলম্যান। পরে ১৯ বছর বয়সী ওই তরুণী চিৎকার করতে শুরু করেন এবং ডাস্টবিন থেকে আপেল জুস তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় টিএসএর একজন কর্মকর্তা তাকে বাধা দেন।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এর পরপরই কোলম্যান সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের ওপর হামলা চালান। তিনি একজন নিরাপত্তা কর্মীর কনুইয়ে কামড় দেন, একজনের মাথায় আঘাত করেন এবং তৃতীয় একজনের চুলের ঝুঁটি ধরে টানা-হেঁচড়া করেন।

আরো পড়ুন: পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুক লাইভে গেলেন সংসদ সদস্যের পিএস

এই ঘটনার কয়েক মিনিটের মধ্যে ফোয়েনিক্স পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে গ্রেপ্তার করে। পরে কোলম্যানকে সাড়ে ৪ হাজার ডলার জরিমানা করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, টিএসএসএর দুই কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা কী ধরনের জখমের চিকিৎসা নিয়েছেন তা প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ডেভিড পেকোসকি বলেছেন, বিনা উসকানিতে আমাদের কর্মীদের ওপর এ ধরনের নির্লজ্জ শারীরিক আক্রমণ অগ্রহণযোগ্য।

 

মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬