ভারতের প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

১৫ অক্টোবর ২০২৫, ০৫:২২ PM
জারিফ আবরার

জারিফ আবরার © সংগৃহীত

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছেন বাংলাদেশের তরুণ টেনিস তারকা জারিফ আবরার। টানটান উত্তেজনাপূর্ণ এক কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় র‌্যাঙ্কিংধারী ভারতীয় খেলোয়াড় শৌনক চ্যাটার্জিকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি।

রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রায় পৌনে তিন ঘণ্টার এক রোমাঞ্চকর লড়াই শেষে শেষ হাসি হাসেন জারিফ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করা এই খেলোয়াড় এখন লক্ষ্য পূরণ থেকে মাত্র দুটি জয় দূরে রয়েছেন।

ম্যাচের প্রথম সেট থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। উত্তেজনাপূর্ণ প্রথম সেটে জারিফকে ৭-৫ গেমে হারিয়ে এগিয়ে যান শৌনক চ্যাটার্জি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফেরেন জারিফ। ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা আনেন।

এরপর খেলা গড়ায় তৃতীয় ও নির্ণায়ক সেটে, যেখানে সব রোমাঞ্চ জমা ছিল। শুরুতে ব্রেক পয়েন্ট নিয়ে ৩-০ তে এগিয়ে গিয়েছিলেন জারিফ, মনে হচ্ছিল সহজেই সেটটি পকেটে পুরবেন। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গেমে লিড নেন শৌনক। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করেন জারিফ, ৫-৫ এ সমতা আনেন। এরপর টানা দুই গেম জিতে ৭-৫ ব্যবধানে শৌনককে হারিয়ে সেমিফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন জারিফ আবরার।

এমন জয়কে সৌভাগ্যের ফল বলে মনে করছেন জারিফ। ম্যাচ শেষে তিনি বলেন, 'আজ আমার ভাগ্য সহায় ছিল। এই ম্যাচ জেতার কথা ছিল না। একটা সময় আমি ৩-৫ এ পিছিয়ে ছিলাম। একটা গ্যাপের জন্য ম্যাচ ঘুরে গেছে। জাস্ট মোমেন্টটা শিফট হয়েছে।'

নিজের খেলায় কিছুটা 'অফ' থাকলেও জয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। জারিফ বলেন, 'আজ একটু অফ ছিলাম। তবে সেটা কাভার করে ফেলেছি। প্রতিপক্ষ ভারতীয় খেলোয়াড়ের পাওয়ার অনেক বেশি। ওটা কাভার দেয়াটা আমার জন্য কঠিন ছিল।'

সেমিফাইনালে ভালো খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী জারিফ। তিনি বলেন, 'ইনশাআল্লাহ সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলবো। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার ব্যপারে আমি আত্মবিশ্বাসী।'  

৬ সংকটে দেশের রেস্তোরাঁ খাত, সমাধান না হলে রাস্তায় নামার হু…
  • ১৩ জানুয়ারি ২০২৬
তারকাদের বাদ দিয়ে বিশ্বকাপের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করল ও…
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের খবরে বিক্ষোভ, যা বলছে কমিশন
  • ১৩ জানুয়ারি ২০২৬
বন্ধুদের সঙ্গে চা পানের সময় মারা গেলেন কুয়েট শিক্ষার্থী রে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
জমজমাট ডিজিটাল প্রচারণা, ফেসবুকে কোন দলের ফলোয়ার কত?
  • ১৩ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থী রেজওয়ানুল হকের মৃত্যুতে কুয়েটে শোক, বন্ধ একাডেমি…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9