ভূমিকম্প

বছরে ১৫-৪০ মিমি সরছে প্লেট, ঢাকা সবচেয়ে বিপজ্জনক ‘মেগাথ্রাস্ট ফল্টের’ প্রান্তে

২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৯ AM
বাংলাদেশ ও এর আশপাশের বিভিন্ন ফল্ট

বাংলাদেশ ও এর আশপাশের বিভিন্ন ফল্ট © সংগৃহীত

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০১৬ সালে নেচার জিওসাইন্সে প্রকাশিত এক কাগজে বাংলাদেশ প্লেটের বেগ হিসাব করেন। তারা দেখেন যে, বাংলাদেশের প্লেট বছরে ১৫ থেকে ৪০ মিলিমিটার করে উত্তরপূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেটের নিচ দিয়ে পিছলে যাচ্ছে। ভারতীয় প্লেটের বাংলাদেশ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের তলদেশে জমে আছে, যার নীচে একটি সমুদ্রের প্লেট রয়েছে। এই প্লেট মহাদেশীয় বার্মা প্লেটের নীচে চলে যাচ্ছে। 

এ ধরনের সক্রিয় অঞ্চলগুলোকে ‘সাবডাকশন জোন’ বলা হয়। এই জোনগুলোর সীমানায় যেখানে একটি প্লেট অন্যটির নিচে ডুবতে থাকে, একটি ‘মেগাথ্রাস্ট ফল্ট’ তৈরি হয়। পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্প সাধারণত মেগাথ্রাস্ট ফল্টগুলো বরাবর পিছলে যাওয়ার কারণে ঘটে।

ভারত এবং বার্মা প্লেটগুলির মধ্যে এই সাবডাকশন জোনটির একটি সীমানা হল বিকৃতি ফ্রন্ট। সামনের পশ্চিমে শিলাগুলো উল্লেখযোগ্যভাবে বিকৃত হয় না, কিন্তু সামনের দিকে পূর্বের শিলাগুলো বিকৃত হয়ে পৃথিবীর অভ্যন্তর মধ্যে নামতে শুরু করে। আর এই ফ্রন্টের অবস্থান ঢাকার খুব কাছে। চিত্রের এক-মাত্রিক প্লটের নীচে মানচিত্রের মধ্যে, বিকৃত ফ্রন্টটি একটি কালো দাগযুক্ত রেখা দিয়ে দেখানো হয়েছে। 

ঢাকার ওপর দিয়ে যে লাইন চলে যায়, তা স্পষ্ট। এর মানে এই নয় যে বড় ধরনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকায় থাকবে। একমাত্রিক চিত্র দেখায় যে, বিকৃত ফ্রন্ট থেকে শুরু করে, ‘মেগাথ্রাস্ট ত্রুটি’ প্রায় ২৫০ কিলোমিটার প্রসারিত। এপিসেন্টার এই বিশাল অঞ্চলের যেকোনও জায়গায় ঘটতে পারে। গত ৪০০ বছরে আমাদের মেগাথ্রাস্ট ত্রুটি নিয়ে কোন বড় (পরিমান ৮-৯) ভূমিকম্প ঘটেনি।

আরও পড়ুন: ৩ প্লেট ও ৬ ফল্টের কারণে হচ্ছে ভূমিকম্প, কোনটি কোন অঞ্চলে

এর মানে ৪০০ বছর ধরে এখানে চাপ ক্রমাগত তৈরি হচ্ছে, আর একবার এই জমা চাপ বের হয়ে গেলে বিশাল ভূমিকম্প হয়। কোনও বড় ভূমিকম্প ছাড়াই, গত চার শতাব্দী ধরে আমরা বার্মার সাথে প্রায় ৫ মিটার মিলিত হয়েছি। চার সেঞ্চুরিতে জমে থাকা চাপ কবে মুক্তি পাবে বলা যায় না। এটা এখন হতে পারে, অথবা আরো ৪০০ বছর পরেও হতে পারে। 

অতএব, এই নিবন্ধে কোনও ভূমিকম্পের পূর্বাভাস দেয়নি, বা এমন পূর্বাভাস বৈজ্ঞানিক হবে না। তবে একটা কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে, ঢাকা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ‘মেগ্যাথ্রাস্ট ফল্ট’ গুলোর একটি প্রান্তে। এই ভয়ঙ্কর দোষের ওপর, একটি ভূমিকম্প একদিন ঘটতে পারে, যা জাপানে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পের সমতুল্য হতে পারে। সুতরাং প্রস্তুতির কোনও বিকল্প নেই।

কলাম্বিয়া ম্যাগাজিনের প্রবন্ধ: https://magazine.columbia.edu/.../beneath-bangladesh...
লেখা: https://academiccommons.columbia.edu/doi/10.7916/D83J3KSZ

লেখক: জ্যোতির্বিজ্ঞানী ও সহকারী অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

(ফেসবুক পোস্ট থেকে নেওয়া)

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9