রাজধানীতে ভূমিকম্পে নিহত–আহতদের পরিবারের পাশে জামায়াত

ভূমিকম্পে নিহত–আহতদের পরিবারের পাশে জামায়াত
ভূমিকম্পে নিহত–আহতদের পরিবারের পাশে জামায়াত  © সংগৃহীত

রাজধানীতে ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বংশাল এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। শনিবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল বংশালে গিয়ে নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, এছাড়া ঢাকা-৮ আসনের মনোনীত সংসদ প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তার সঙ্গে ছিলেন বংশাল দক্ষিণ থানা আমির মাহবুবুল আলম ভূঁইয়া সহ মহানগর ও চকবাজার–বংশাল জোনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। প্রতিনিধিরা জানান, যেকোনো প্রয়োজনে জামায়াত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, বরং একটি মানবিক ও আদর্শভিত্তিক সংগঠন। দুর্যোগ বা সংকটময় সময়ে জামায়াত সবসময় মানুষের পাশে থাকে।

তিনি অভিযোগ করেন, ভূমিকম্পের পূর্বাভাস থাকা সত্ত্বেও সরকার কোনো প্রস্তুতি নেয়নি বলেই সারাদেশে আহতের সংখ্যা ৬ শতাধিক এবং নিহতের সংখ্যা বেড়ে ১০–এ দাঁড়িয়েছে। তিনি বলেন, অতীতে ক্ষমতাসীনদের দুর্নীতি ও অবহেলার কারণেই দুর্যোগ মোকাবিলায় যথাযথ রাষ্ট্রীয় ব্যবস্থা রাখা হয়নি।

ড. হেলাল উদ্দিন আরও বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জামায়াত আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলবে এবং সংকটকালে মানুষের জান–মালের সুরক্ষা নিশ্চিত করবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, ভূমিকম্পসহ আরও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে—তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

এদিকে ভূমিকম্পে নিহত–আহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতি দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দক্ষিণ মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তারা নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


সর্বশেষ সংবাদ