ভুল তথ্য দিয়ে নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জন শিক্ষকের, শোকজ এনটিআরসিএর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © সম্পাদিত

শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র নিতে এক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া ও তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজেদা বেগমকে এ নোটিশ দেওয়া হয়েছে। তিনি সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক বলে নোটিশে জানানো হয়েছে।

এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) আবদুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করে সহকারী শিক্ষক (বাংলা) পদে আবেদন করে ২০১২ সালের ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। এভাবে শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জন করার বিষয়ে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: একাদশে ভর্তির আবেদন নিয়ে যে তথ্য দিল মন্ত্রণালয়

বর্ণিত অবস্থায়, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)’ এর বিধি ১২(২) অনুযায়ী তার শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র কেন বাতিল করা হবে না, তার কারণ পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এনটিআরসিএ সদস্য (প্রশাসন ও অর্থ/পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন/শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান), উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা কর্মকর্তা, জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনটিআরসিএর সহকারী প্রোগ্রামারসহ সংশ্লিষ্টদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!