নির্বাচনী প্রচারণা শেষে জামায়াত প্রার্থীর বাড়িতে সালাউদ্দিন আহমদ

০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ AM
জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাসায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ

জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাসায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। গণসংযোগের পর তিনি ওই আসনের জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার পরিবারের খোঁজ নেন।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চকরিয়ার খুটাখালীতে আলেম পীর আবদুল হাই (র.)–এর কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারণার সূচনা করেন।এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

কবর জিয়ারত শেষে তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। পরে হাজীপাড়া, স্কুলপাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা, কচ্ছপিয়া, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপির এই শীর্ষ নেতা।

সন্ধ্যায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ। জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন: মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বক্তব্য শেষে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন, আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি।

গণসংযোগ শেষে সালাহউদ্দিন আহমদ যান জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাসভবনে। সেখানে তার পিতার মৃত্যুতে গভীর সমবেদনা জানান এবং পরিবারের খোঁজখবর নেন। তার এই সৌজন্যমূলক আচরণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

এর আগে পাঁচ দিনের সফরে তিনি সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান। প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি চকরিয়া ও পেকুয়া এলাকায় বিরামহীন গণসংযোগ ও প্রচারণা চালাবেন।

বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9