এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড পেলেন মানবাধিকারকর্মী লায়ন এ এইচ রোমিও

এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড পেলেন এ এইচ রোমিও
এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড পেলেন এ এইচ রোমিও  © টিডিসি ফটো

রাজধানীর এক অভিজাত চারতারকা হোটেলে গতকাল এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড – ২০২৫’। দেশের নানা অঙ্গনের গুণী, সেলিব্রেটি ও মানবিক অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানাতে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নুসরাত জেরিন ও তসলিম হাসান হৃদয়। শুভেচ্ছা বক্তব্যে ওয়ার্ল্ড অব ইউনিটির চেয়ারম্যান উর্মী ইসলাম বলেন, সাফল্যের স্বীকৃতি ও গুণীর কদরই সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন। উদ্বোধক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

সভাপতিত্ব করেন গ্রীণ লিফ ম্যাগাজিনের উপদেষ্টা ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান। বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আপেল মাহমুদ (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন), আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, প্রবাসী বাংলাদেশি ও সমাজকর্মী সাবনিন ইসলাম সানান, বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, মানবাধিকার কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব ক্যাপ্টেন মহসিন আলম, অভিনেত্রী নতুন রত্না ও আরো অনেক গুণীজন ও তারকারা।

এবারের আয়োজনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত ছিল আজীবন সম্মাননা প্রদান। এই সম্মাননায় ভূষিত হন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। শ্রদ্ধা আর ভালোবাসায় অভিষিক্ত হন গুণী অভিনেত্রী নতুন রত্না, জনপ্রিয় সংগীতশিল্পী আখী আলমগীর, মনির খান, অভিনেত্রী রুনা খান, ভাবনা, শিরিন শিলা এবং আরও অনেক প্রথিতযশা লেখক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনেরা।

এদেরই একজন—সংগীতশিল্পী, মানবাধিকারকর্মী ও ব্যান্ড সংগীতের এক নিবেদিত প্রাণ লায়ন মো. এ এইচ রোমিও—অর্জন করেন এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় রোমিও বলেন, সংগীত থেকে কিছুটা দূরে থাকলেও এই সম্মাননা আমাকে নতুন উদ্দীপনা দিয়েছে। ব্যান্ড সংগীতকে নতুন রূপে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করতে চাই।

২০০৫ সাল থেকে ব্যান্ড সংগীতে যুক্ত রোমিও রংতুলি, জোনাকি ও ক্যানভাস মিউজিক্যাল ব্যান্ডে কাজ করেছেন। ২০১৬ সালে তার মৌলিক গান ‘ছলনার মুখোশ’ তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত পেশাগত ব্যস্ততায় সংগীতচর্চা থেকে কিছুটা বিরত থাকলেও এবার তিনি ফিরছেন নতুন এক গান নিয়ে—তার মাকে উৎসর্গ করা ‘নিভে যাওয়া প্রদীপ’, যা শিগগিরই প্রকাশ পাবে।

প্রধান অতিথি জয়নাল আবেদীন বলেন, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না। আজ গুণীজনদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের সবাইকে দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানের শেষভাগে গ্রীণ লিফ ম্যাগাজিন সম্পাদক তসলিম হাসান হৃদয় জানান, গুণীদের সম্মান জানানোই গ্রীণ লিফ ও ওয়ার্ল্ড অব ইউনিটির মূল লক্ষ্য। এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতেও মেধাবী ও মননশীল মানুষদের সম্মানিত করা হবে।


সর্বশেষ সংবাদ