নিউমার্কেটের ব্যবসায়ী ভাইয়েরা, অভিশাপ দিচ্ছি আপনাদের

মহসিন উল হাকিম
মহসিন উল হাকিম  © সংগৃহীত

এই জীবনে নিউমার্কেট বা আশপাশের মার্কেটগুলো থেকে কেনাকাটা করবো না... আমার পরিবারের কেউ আর নিউমার্কেট যাবে না। প্রিয় নিউমার্কেটের ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা প্রথমে নিজেদের মধ্যে মারামারি করলেন। তারপর আপনারাই তাতে ছাত্রদের জড়ালেন। তারপর ছাত্রদের সাথেও মারামারি করলেন।

মারামারি বড় হলো। কতো কতো রক্ত ঝরলো! এরপর পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা সাংবাদিকদের মারলেন। অভিশাপ দিচ্ছি আপনাদের। ঢাকা নিউমার্কেটের সামনে যারা সাংবাদিকদের আক্রমণ করলেন তারা কারা?

আরও পড়ুন: নিউমার্কেট এলাকায় সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা

শিক্ষকের উপর হামলা। সাধারণ মানুষের উপর হামলা করছেন আপনারা। অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছেন! আপনাদের বলছি, আপনারা ভাতে মরবেন। অভিশাপ দিচ্ছি।

পুলিশ ভাই, গোয়েন্দা ভাইরা, হামলাকারীদের পরিচয় বের করুন। একটু খোঁজ নিন। দেখবেন অন্য কিছু বেরিয়ে আসবে। আর সাংবাদিক নেতাদের বলবো, এই মুহুর্তে যা করা প্রয়োজন তা করুন। আমি ঘৃণা জানাচ্ছি.... তীব্র ঘৃণা, অভিশাপ।

সংঘাতে মৃত্যুবরণকারী কিশোরের কী দোষ ছিলো? কী হবে তার পরিবারের? ভেবে দেখেছেন? এই মৃত্যু সবার কাছে একটি সংখ্যা। কিন্তু তার পরিবারের কাছে মহা বিপর্যয়! শোকাহত। [ফেসবুক থেকে সংগৃহীত]

লেখক ও গণমাধ্যমকর্মী


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence