অধ্যাপক হলেন ১২১ চিকিৎসক, ১১০ জন সুপারনিউমারারি, অভিজ্ঞতার শর্ত প্রমার্জনা ৭ জনের

২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ PM
চিকিৎসক

চিকিৎসক © সংগৃহীত

বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও স্বাস্থ্যের বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত ১২১ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ১১০ জন পেয়েছেন সুপারনিউমারারি পদোন্নতি। এ ছাড়া ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনার পরিপ্রেক্ষিতে পদোন্নতি পেয়েছেন ৭ জন।

গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) এসব চিকিৎসকের পদোন্নতি দিয়ে মন্ত্রণালয় পৃথক ৪টি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, পদোন্নতিপ্রাপ্তদের মাত্র ৪ জন নিয়মিত পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে রেডিওথেরাপি বিভাগের এক এবং বাকিরা গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের। তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

আরও পড়ুন: মেডিকেল কলেজগুলোতে চাহিদার অর্ধেক শিক্ষকও নেই, শিক্ষার মান নিয়ে প্রশ্ন

এর বাইরে মোট ১১০ জন সুপারনিউমারারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১০১ জনকে এই পদোন্নতি দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, পেডিয়াট্রিক্স বিভাগের ১১, গাইনি অ্যান্ড অবসের ১২, সার্জারির ২৭, অর্থোপেডিক সার্জারির ৬, মেডিসিনের ৩৪, গ্যাস্ট্রোএন্টারোলজির ৯ এবং ইউরোলজি ও রেডিওথেরাপির একজন করে সহযোগী অধ্যাপক সুপারনিউমারারি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। অপর প্রজ্ঞাপনে ৯ জনকে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে গাইনি অ্যান্ড অবসের ২, সার্জারির ১, মেডিসিনের ৪ ও গ্যাস্ট্রোএন্টারোলজির রয়েছেন ২ জন।

এদিকে পৃথকভাবে প্রকাশিত আরেক প্রজ্ঞাপনে আরও ৭ জনকে অধ্যাপক পদে পদোন্নতির তথ্য জানানো হয়েছে। এতে গাইনি অ্যান্ড অবসের ৩, সার্জারির ২ এবং মেডিসিন ও ইউরোলজির একজন করে সহযোগী অধ্যাপক পদোন্নতি পেয়েছেন। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ ও রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হল। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

৪ প্রজ্ঞাপনেই পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ জানুয়ারির মধ্যে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, পরবর্তীতে কোন চিকিৎসক কর্মকর্তার বিরুদ্ধে কোন বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে জারিকৃত আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

পাকিস্তানি বংশোদ্ভূত দুই ইংলিশ তারকা ক্রিকেটারকে ভিসা দিতে …
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9