বান্দরবান ভ্রমণে গিয়ে প্রাণ গেল মেডিকেল ছাত্রের
- তৌফিকুল ইসলাম আশিক
- প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৩:১৮ PM , আপডেট: ২২ জুন ২০২৪, ০৩:২৮ PM
বান্দরবানের আলীকদমে ভ্রমণে গিয়ে ইফতেখারুল আহম্মেদ আবিদ (২১) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) রাত ১টার দিকে আলীকদম উপজেলার মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে অসুস্থ হয়ে হঠাৎ খিঁচুনি উঠে তার মৃত্যু হয়।
জানা গেছে, ইফতেখারুল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে। তিনি ২০২২ সালে নটরডেম কলেজ থেকে পাস করে বর্তমানে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিলেন। আবিদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী।
মৃত আবিদের বন্ধু নাফিজ হাসান জানান, ঈদুল আজহার ছুটিতে টাঙ্গাইলের কালিহাতী থেকে ১২ জন বন্ধু বান্দরবানের মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করতে আসেন। সবকিছু স্বাভাবিক থাকলেও শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ আবিদের খিঁচুনি ওঠে। রাত ১টার দিকে তাকে পার্শ্ববর্তী উপজেলার লামা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জুনাইয়েদ বলেন, রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছিল, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, প্রাথমিকভাবে জেনেছি খিঁচুনি উঠে মেডিকেল শিক্ষার্থী আবিদের মৃত্যু হয়েছে। পুলিশের কাছে বিষয়টি তদন্তাধীন রয়েছে। আবিদের মরদেহ লামা থানায় রয়েছে।