ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা © সংগৃহীত
জামালপুরের ইসলামপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে কুরুচিপূর্ণ মন্তব্যসহ নানাভাবে হয়রানির প্রতিবাদ ও প্রভাষক শাহ্ মো. মোখলেছুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৯ মে) সকাল থেকে ক্যাম্পাসে ওই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষকের অপসারণের দাবিতে সকাল ১০টার থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। সেখানে অবস্থান নিয়ে তারা ওই শিক্ষকের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এরপর দুপুর দেড়টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মজিবুর রহমান ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা আগামী এক সপ্তাহের জন্যে আন্দোলন স্থগিত ঘোষণা করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক শাহ্ মো.মোখলেছুর রহমান ক্লাসে উদ্ভট আলোচনাসহ শিক্ষার্থীদের মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়ান। তিনি ক্লাস রুমে বহুবার হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিভিন্ন সময় এ সবের প্রতিবাদ করা হয়েছে। উল্টো তিনি সব শিক্ষার্থীদের এক প্রকার জিম্মি করে রাখেন এবং নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন। তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের কথায় কথায় নানা রকম হুমকি দেন। তিনি বলেন যে, ভাইভা পরীক্ষায় অনুপস্থিত দেখাবেন। এ ছাড়াও ভাইভা পরীক্ষায় ফেল দেখাবেন, ছাত্রত্ব ও হোস্টেলের সিট বাতিলের হুমকিও দেন তিনি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, শাহ্ মো. মোখলেছুর রহমান এই প্রতিষ্ঠানের অতিথি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়গুলো লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।