রাজধানীতে চীনের মেডিকেলে পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

রাজধানীর একটি বাসায় এইচ এম রায়হান আহাদ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবক চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় শাজাহানপুরের মালিবাগ থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা রুমমেট ডা. রেজা বলেন, মালিবাগের একটি ফ্ল্যাটে আমরা পাশাপাশি কক্ষে থাকতাম। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করত। করোনাকালীন সময়ে সে দেশে চলে আসে। পরবর্তীতে অনলাইনে সে ক্লাস করত।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে মেডিকেল কর্তৃপক্ষ তাকে সশরীরে ওই মেডিকেলে হাজির হতে বললে ডিপ্রেশনে পড়ে যায় রায়হান। পরিবারের অসচ্ছলতার কারণে তার পক্ষে চীনে যাওয়া সম্ভব ছিল না। তাই সে কয়েক মাস ধরে রাজধানীর একটি বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু এতেও অনেক টাকা লাগবে বলে মানসিকভাবে ভেঙে পড়ে। আজ সন্ধ্যার দিকে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখি তাকে।

তিনি আরও জানান, রায়হান বরিশালের গৌরনদী থানার হাসনাবাদ গ্রামের নওশাদ হোসেনের ছেলে। বর্তমানে ৪৭৯ নং ডিআইটি মালিবাগের ১৪তলা ভবনের ৮/বি ফ্লাটে ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence