হাটহাজারী মাদ্রাসায় স্মার্টফোন নিষিদ্ধ— বিজ্ঞপ্তি নতুন হলেও নিয়ম আগের

২১ মে ২০২১, ০৯:৩৭ PM
আল্-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসা

আল্-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসা © ফাইল ছবি

দেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের আল্-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসার জামিয়ার সকল বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম আগামী ৩০ মে থেকে শুরু হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই মাদ্রাসায় ভর্তি হতে চাইলে ছাত্রদের স্মার্টফোন ব্যবহার না করাসহ সাতটি শর্ত মানতে হবে। বৃহস্পতিবার (২০ মে) মাদ্রাসা কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধসহ যেসব শর্তের কথা মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে তা আগে থেকেই চলছিল। তবে তা কোন ধরনের নোটিশ আকারে ছিল না বলে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, আগে কোনো নোটিশ ছিল না বলে ছাত্ররা স্মার্টফোন ও ফেসবুক চালিয়েছে। এ কারণে বহু মোবাইল জব্দও করা হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা ইয়াহইয়া বলেন, এ বছরই প্রথম এমন নিয়ম করা হয়নি। এ নিয়ম আগে থেকেই চলছিল। বিজ্ঞপ্তি এজন্য দিয়েছি ছাত্ররা যেন সতর্ক হয়ে যায়। আমাদের এখানে ভর্তি হওয়ার আগে সতর্ক হয়ে যাক। 

তিনি আরও বলেন, আগে কোনো নোটিশ ছিল না বলে ছাত্ররা স্মার্টফোন ও ফেসবুক চালিয়েছে। স্মার্ট ফোন চালানোর কারণে বহু মোবাইল জব্দ করেছি আগে। ছাত্ররা ফেসবুক দেখে দেখে লেখাপড়া থেকে দূরে চলে যায়। 

ভর্তির জন্য দেওয়া শর্তগুলো হলো- আচার-আচরণ, চাল-চলন, পোশাক-পরিচ্ছদ তালিবুল ইলমের মানসম্পন্ন হতে হবে এবং শরিয়াহ পরিপন্থী কোনো কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। প্রচলিত রাজনৈতিক ও অরাজনৈতিক কোন সংগঠন এবং আইন-শৃঙ্খলা বিরোধী কোন কার্যক্রমের সাথে কোনরূপ সম্পৃক্ত থাকা যাবে না।

শর্তের মধ্যে আরও রয়েছে, জামিয়ার ক্লাস ও ছাত্রাবাসসহ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোনো প্রকার স্মার্টফোন পাওয়া গেলে জব্দ করা হবে। সাধারণ মোবাইল ফোন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকবে। কোন ছাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। জামিয়া ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে। প্রত্যেক জামাতে কোটাভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। মেধাবী ও আখলাকী ছাত্রদের প্রাধান্য দেওয়া হবে। 

যে ২৫৯ আসনে চূড়ান্ত হলো হাতপাখার প্রার্থী (তালিকা)
  • ২১ জানুয়ারি ২০২৬
এবার ভোট গণনায় দেরি হতে পারে, যে ব্যাখা দিল সরকার
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ
  • ২১ জানুয়ারি ২০২৬
ফাজিলে ইসলামিক ব্যাংকিং বিষয়ে নতুন বিভাগ চালু
  • ২১ জানুয়ারি ২০২৬
চাঁদপুর-২ আসনে লড়বেন ৮ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন 
  • ২১ জানুয়ারি ২০২৬
সাভারে বেদেপল্লিতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9