জেলা আওয়ামী লীগ নেতার ৬৫ কোটি টাকার ‘অবৈধ সম্পত্তি’ ক্রোকের আদেশ
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ স্ত্রী, পুত্র, কন্যা ও জামাতার ৫ সদস্যের অবৈধভাবে অর্জিত ৬৫ কোটি ৬৫ লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে রাজবাড়ীর বিশেষ জজ আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা কার্যালয়ের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিজন কুমার বোসের পক্ষে আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১ ডিসেম্বর) রাজবাড়ীর বিশেষ জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন।
এর আগে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কাজী ইরাদত আলীসহ তার পরিবারের সদস্যদের অনুসন্ধান শুরু করেন। প্রাথমিক অনুসন্ধানে কাজী ইরাদত আলী, স্ত্রী রাবেয়া পারভীন, পুত্র কাজী রাকিবুল ইসলাম শান্তনু, কন্যা কাজী সিরাজুম মনিরা ও জামাতা মো. নুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে ৬৫ কোটি ৬৫ লক্ষ ৫৫ হাজার ৮৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক।
সোমবার দুপুরে রাজবাড়ী জজ আদালত প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিংয়ে দুদক পিপি সাংবাদিকদের এ তথ্য জানান। অবৈধভাবে অর্জিত সম্পদের মধ্যে রাজবাড়ী গোল্ডেশিয়া জুট মিল, পেট্রোল পাম্প ও রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় বহুতল ভবনসহ বিভিন্ন সম্পদ রয়েছে বলে জানা গেছে।