ব্রিটিশ এমপি টিউলিপের বাংলাদেশে কারাদণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

০১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ PM
টিউলিপ সিদ্দিকের কারাদণ্ড নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত খবর

টিউলিপ সিদ্দিকের কারাদণ্ড নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত খবর © টিডিসি সম্পাদিত

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে গণঅভ্যুত্থান পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তার বোন শেখ রেহানার ৭ ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের ২ বছর কারাদণ্ডসহ উভয়ের ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। এর মধ্যে টিউলিপ যুক্তরাজ্যের রাজনৈতিক দল লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি এবং দেশটির সাবেক মন্ত্রী।

ব্রিটিশ এমপির বিরুদ্ধে দেওয়া এ রায়ের খবর শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমেও ফলাও করে ছাপা হয়েছে। দেশটির গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, ‘Tulip Siddiq MP given jail sentence in Bangladesh after trial in her absence’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম, ‘British MP Tulip Siddiq sentenced to two years in prison in Bangladesh graft case’।

দেশটির আরেক গণমাধ্যম ‘Bangladesh court sentences UK MP Tulip Siddiq to two years prison in absentia’ শিরোনামে খবর প্রকাশ করেছে। স্কাই নিউজ লিখেছে, ‘Labour MP Tulip Siddiq sentenced to two years in prison at corruption trial in Bangladesh’। দি প্যামফ্লেট তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘British MP Tulip Siddiq, niece of Sheikh Hasina, given 2 years jail sentence in Bangladesh’।

ইউএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘British MP Tulip Siddiq Sentenced to Two Years in Prison in Bangladesh Graft Case’। সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে, ‘Hasina’s niece, UK MP Tulip Siddiq, sentenced to 2 years’ jail in Bangladesh land case’।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলম মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, শেখ রেহানাকে এ মামালায় ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছর সশ্রম কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা এবং শেখ হাসিনাসহ বাকি আসামিদের ৫ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হলো। 

এ মামলায় ১৭ জন আসামির মধ্যে শুধু খুরশীদ আলম আত্মসমর্পন করেছেন। এর আগে প্লট দুর্নীতির তিন মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনার ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। 

আরও পড়ুন: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

মামালায় প্লট গ্রহীতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে, দুই নাম্বার আসামি টিউলিপ ও শেখ হাসিনা তিন নাম্বার আসামি। রায় ঘোষণার সময় বিচারক বলেন, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, পূর্বাচলে মা, ভাই ও বোনের প্লট বরাদ্দে তিনি তার ‘বিশেষ ক্ষমতা’ ব্যবহার করে খালা শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন। 

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। 

তাদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রয়েছে। এর আগে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক। এ মামলাগুলোর মধ্যে তিনটির রায় হয়েছে। আজ সোমবার চতুর্থ মামলার রায় ঘোষণা করা হলো।

বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9