মাদারীপুরে পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ AM
 অভিযুক্ত পুলিশ কর্মকর্তা

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা © টিডিসি ফটো

মাদকসহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতনের প্রমাণ পাওয়ায় মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার ঘোষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পুলিশ সুপারকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

 গত ২৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন।

বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিভিশন দাখিল করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা। এ নিয়ে আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। এ দিকে এ ঘটনায় রোববার (২৮ সেপ্টেম্বর) তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজৈর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ এর নেতৃত্ব পৌরসভার স্বমঙ্গল এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায় থানা পুলিশ। এ সময় থানার এসআই তরিকুল ইসলাম, এসআই এ এইচ এম কামরুজ্জামান, এএসআই জাহিদুল ইসলামসহ সঙ্গীয় সদস্যরা ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ইলিয়াস খালাসি, দুবাই প্রবাসী সুজন মোল্লা ও স-মিলের শ্রমিক সুমন খাঁনকে আটক করেন তারা।এসময় তাদের তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ। এ ঘটনায় পরদিন এসআই এ এইচ এম কামরুজ্জামান বাদী হয়ে রাজৈর থানায় আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। পরে আদালতে হাজির করা হলে তাদের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তবে আসামিপক্ষ থেকে অভিযোগ তোলা হয়, গ্রেফতার তিনজনকে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করে পুলিশ। এরমধ্যে ইলিয়াস খালাসির বাম হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয়েছে। আর বাম পায়ের উরুতে বুটের লাথি মারা হয়েছে। এ সময় বিচারক আসামির শরীরের দৃশ্যমান জখম দেখতে পান। তাৎক্ষণিক জেলার সিভিল সার্জনকে আসামির চিকিৎসা ও ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ দেন বিচারক।

এদিকে অভিযুক্ত পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার ঘোষের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরিফুল আবেদীন কমল আসামিকে নির্যাতনের সত্যতা পাওয়ায় মেডিকেল রিপোর্ট ১৯ সেপ্টেম্বর আদালতে পাঠান। এ বিষয়ে জানার জন্য  মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে ফোন করে পাওয়া যায়নি।

 

জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9