পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ AM
রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরিবেশ, নগর পরিকল্পনা ও জনস্বার্থ রক্ষায় দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
এর আগে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের নির্দিষ্ট অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন পরিবেশকর্মী আমিরুল রাজিব, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিনসহ মোট ৯ জন নাগরিক।
আরও পড়ুন: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে
রিট আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় এক্সপ্রেসওয়ে নির্মাণসংক্রান্ত বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। এসব প্রতিবেদন এবং যুক্তি উপস্থাপন শুনে আদালত আদেশের পাশাপাশি রুলও জারি করেন।
আদালতের আদেশে বলা হয়, উন্নয়ন কাজের নামে রাজধানীর উন্মুক্ত পার্ক ও প্রাকৃতিক জলাধারে জনসাধারণের প্রবেশাধিকার রুদ্ধ করা এবং পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে—এমন নির্মাণকাজ সংবিধান ও জনস্বার্থের পরিপন্থী। তাই পান্থকুঞ্জ পার্ক এলাকাসহ হাতিরঝিল অংশে এক্সপ্রেসওয়ের যে কোনো ধরনের নির্মাণ বা স্থাপনা স্থগিত থাকবে। পাশাপাশি এসব এলাকা পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশও দেন আদালত।
এই আদেশের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঢাকা শহরের ওই গুরুত্বপূর্ণ অংশে কাজ আপাতত বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।