আ.লীগের মিছিলে ‘স্লোগান’ দেওয়া সেই বাকপ্রতিবন্ধীর জামিন

আদালতে বাকপ্রতিবন্ধী সাইদ শেখ
আদালতে বাকপ্রতিবন্ধী সাইদ শেখ  © সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদ শেখের জামিন আবেদন আদালত মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এক হাজার টাকার মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ আগস্ট ওই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার তিনজনের বাকি দুই আসামি হলেন- রাজু আহমেদ ও শেখ মো. শাকিল।
গ্রেপ্তারের পর সাইদসহ তিনজনকে ২৫ আগস্ট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। সেখানে তদন্ত কর্মকর্তা সাইদকে বাকপ্রতিবন্ধী হিসেবে তুলে ধরেন।


সর্বশেষ সংবাদ