সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে
আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে  © টিডিসি

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামে কৃষক আশরাফ আলী হত্যা মামলায় আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি আরও দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল জলিল (৫০), আজিজুল হক (৪৫), মোস্তফা কামাল (৪০) ও সাইদুল ইসলাম (৩৮)। অপর দিকে দুই আসামি রফিকুল ইসলাম (৪২), মনির হোসেনকে (৩৫) দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপাল গ্রামের কৃষক আশরাফ আলী (৫৫) নিজ বাড়ির পাশ দিয়ে রাস্তা নির্মাণকাজে অংশ নেন। এ সময় পূর্বশত্রুতার জেরে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আশরাফ আলীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মামুনুর রশিদ সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে প্রায় ১১ বছর পর আজ আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এত বছর পর হলেও পরিবারটি কিছুটা শান্তি পেল।

নিহত আশরাফ আলীর স্ত্রী জাহানারা খাতুন সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আজকে আদালত ন্যায়বিচার দিয়েছেন। তবে রায় দ্রুত কার্যকর হলে আমরা প্রকৃত শান্তি পাব।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।


সর্বশেষ সংবাদ