আনন্দ মোহন কলেজ ছাত্রকে হত্যা, ৫ জনের যাবজ্জীবন

রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ
রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ  © সংগৃহীত

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্র ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। নিহত ইব্রাহিম খলিল আনন্দ মোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন— ময়মনসিংহ নগরের পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ এবং প্যারিজ ডায়মন্ড। তাদের মধ্যে খোরশেদ পলাতক আছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক পিএসএম মেস্তাছিনুর রহমান। তিনি বলেন, পুলিশ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করে। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাবাসে থাকতে হবে। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত সাদ্দাম ও পাভেলকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার রৌহা মধ্যপাড়ার মাওলানা জালাল উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে বাবার জন্য ওষুধ কিনতে বের হলে কেওয়াটখালি এলাকায় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে ছিনতাইকারীরা খলিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন খলিলের ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। 


সর্বশেষ সংবাদ