‘মানুষের মনে ক্ষোভ জমতে দিলে পরিণতি ভালো হবে না’, সতর্ক করলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া  © ফেসবুক থেকে সংগৃহীত

‘মানুষের মনে ক্ষোভ জমতে দিলে পরিণতি ভালো হবে না’ বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি কক্সবাজারের চকরিয়া থানায় দুর্জয় চৌধুরী নামের এক ব্যক্তির মৃত্যু নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি এ ঘটনাকে আত্মহত্যা নয়, বরং হেফাজতে হত্যার অভিযোগ হিসেবে দেখছেন।

রবিবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে জ্যোতির্ময় বড়ুয়া লেখেন, “চকরিয়া থানায় দুর্জয় চৌধুরী নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। একে আত্মহত্যা দাবি করেছে থানা কর্তৃপক্ষ। মাথার হাইট থেকে একটু উপরে জানালার সাথে আত্মহত্যার দাবি নির্বোধ না হলে কেউ বিশ্বাস করবে না। ছবিগুলো দেখলে যে-কেউ বুঝতে পারবেন। স্পর্শকাতর হওয়ায় ছবি শেয়ার করলাম না।”

তিনি আরও লিখেছেন, “এর আগে রাজশাহীতে একইরকম ঘটনা ঘটেছিল। এসবই হেফাজতে হত্যার ঘটনা। পুলিশের চরিত্র বদলায়নি। অজুহাত দেয়ার তরিকা বদলায়নি। সাময়িক অব্যাহতির নাটক বদলায়নি।”

জ্যোতির্ময় বড়ুয়া জোর দিয়ে বলেন, হত্যার অভিযোগ এলে তা পুলিশ বা যে কারো বিরুদ্ধেই হোক না কেন, তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এটি কোনো পেশাগত আচরণ ভঙ্গ নয়, বরং শাস্তিযোগ্য অপরাধ। তার ভাষায়, “অপরাধীর পরিচয় কেবল অপরাধী।”

স্ট্যাটাসে তিনি দুর্জয়ের পরিবারের জন্য ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনাও এখনো কুলকিনারা হয়নি।

তিনি সতর্ক করে লিখেছেন, “পুঞ্জীভূত ক্ষোভ কি করতে পারে তা আমরা চব্বিশের জুলাইয়ে দেখেছি। আবারও মানুষের মনে ক্ষোভ জমতে দিলে এর পরিণতি ভালো হবে না।”


সর্বশেষ সংবাদ