সরকারি পলিটেকনিকে বিভিন্ন কোর্সে ফের ভর্তির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৮ PM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ ও লাইভস্টক শিক্ষাক্রমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ৪র্থ ও ৫ম পর্যায়ে যথাক্রমে ২৭ ও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ পেয়েও তা সম্পন্ন করতে পারেনি তাদের তালিকা সাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া ১ম থেকে ৫ম পর্যায় পর্যন্ত যারা নিশ্চায়ন করতে পারেননি, যারা নিশ্চায়ন করেও প্রতিষ্ঠানে ভর্তি হননি এবং যারা অপেক্ষমাণ তালিকায় আছেন, তারা ইউজার লগইন করে পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুন: ৬ শর্তে ১০ম গ্রেড পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ষ্ঠ পর্যায়ের ফলাফল ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে। অনলাইন নিশ্চায়ন শুরু হবে ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এবং চলবে ৯ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত। ৬ষ্ঠ পর্যায়ে নিশ্চায়নকৃত শিক্ষার্থীরা ৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি হতে পারবেন। এরপর ১১ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে ১২ অক্টোবর রবিবার বিকেল ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ১৩ ও ১৪ অক্টোবর ভর্তি কার্যক্রমের ফলোআপ ও যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।