কারিগরিতে অষ্টম শ্রেণির বৃত্তির নীতিমালা প্রকাশ, থাকবে সাধারণ ও ট্যালেন্টপুল কোটা

০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪৪ AM
লোগো

লোগো © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা নীতিমালা–২০২৫’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। নীতিমালায় সাধারণ ও ট্যালেন্টপুল—দুই ধরনের বৃত্তির বিধান রাখা হয়েছে।

সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নীতিমালাটি অনুমোদন করা হয়। সোমবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পত্রটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বোর্ডের অধিভুক্ত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে এই শিক্ষার্থীরা নির্বাচিত হবে।

বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে—বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (জেএস) অথবা কুরআন মাজিদ (জেডি), এবং কর্মমুখী প্রকৌশল শিক্ষা–৩। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ করে মোট ৫০০ নম্বরের পরীক্ষা তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে।

বৃত্তির ধরন হিসেবে নীতিমালায় দুইটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে—ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। প্রতিটি উপজেলায় অন্তত একজন শিক্ষার্থী বৃত্তি পাবে। ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য বৃত্তির সংখ্যা সমানভাবে ৫০ শতাংশ করে নির্ধারিত থাকবে। কোনো শ্রেণিতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে অপর শ্রেণির শিক্ষার্থী সেই কোটা পূরণ করতে পারবে।

বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে পরীক্ষার্থী প্রতি বোর্ড ফি ৪০০ টাকা ও কেন্দ্র ফি ২০০ টাকা। ফি অনলাইনে আদায় করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

নীতিমালায় বৃত্তি পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে জাতীয় স্টিয়ারিং কমিটি, নির্বাহী কমিটি এবং জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় স্টিয়ারিং কমিটির সভাপতি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা এবং সদস্যসচিব হবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি)।

প্রতিটি জেলা সদরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন্দ্র সচিব, হল সুপার, ইনভিজিলেটরসহ দায়িত্বপ্রাপ্তদের জন্য বিস্তারিত দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্র অনলাইনে প্রেরণ, প্রবেশপত্র ইস্যু ও পরীক্ষা পরিচালনার প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে প্রেরিত নির্দেশনাপত্রে বলা হয়েছে, বোর্ডের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে নীতিমালা অনুযায়ী বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালাটি সম্পূর্ণ দেখুন এখানে

সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9