রুয়েটে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত
- রুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৯:০২ AM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ক্যারিয়ার ক্রুজ সিজন ২.০’ শীর্ষক দিনব্যাপী চাকরি মেলা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আগামী প্রজন্মের প্রকৌশলীদের শিল্প খাতে দক্ষ ও উপযোগী করে গড়ে তুলতেই এ আয়োজন করে রুয়েটের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ারস, রুয়েট।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার বেছে নিতে সহযোগিতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নামকরা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে সিভি গ্রহণ করে। ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য বসে থাকতে হয় না।’
রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। আরও উপস্থিত ছিলেন রুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন নাহিদ বলেন, ‘ক্যারিয়ার ক্রুজ সিজন ২.০-এর আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের মতো তরুণ প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এ ধরনের চাকরি মেলা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার নিঃসন্দেহে দিকনির্দেশনামূলক এবং অনুপ্রেরণাদায়ক। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর সরাসরি উপস্থিতি আমাদের ভবিষ্যতের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির চাহিদা, প্রস্তুতির কৌশল, ইন্টারভিউর ধরন এবং আত্মউন্নয়ন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, যা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক হবে।’
ক্যারিয়ার ক্রুইজে স্বনামধন্য ৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলোতে রুয়েটের শিক্ষার্থীরা সরাসরি তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন। সেই সিভি বাছাই করে প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষ জনবল বাছাই করে নেবে।