চূড়ান্ত গবেষণা প্রতিবেদন সেমিনারে রুয়েটে এক মঞ্চে ৭৩ গবেষক

সেমিনারে রুয়েটে এক মঞ্চে ৭৩ গবেষক
সেমিনারে রুয়েটে এক মঞ্চে ৭৩ গবেষক  © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পগুলোর চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে একদিনব্যাপী উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আয়োজনে ৭৩ জন শিক্ষক নিজ নিজ গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। জ্ঞান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন ও সমাজ উন্নয়নে গবেষণার ভূমিকা অপরিসীম। এই সেমিনার গবেষণার মানোন্নয়ন ও নতুন ভাবনার বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

সেমিনারে আরও বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারটি ছিল রুয়েটের গবেষণাকেন্দ্রিক প্রচেষ্টার একটি মাইলফলক।


সর্বশেষ সংবাদ