তলপেটের মেদ কমাবে অর্ধ শলভাসন, কীভাবে করবেন?

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ PM
মেদ কমাবে অর্ধ শলভাসন

মেদ কমাবে অর্ধ শলভাসন © আনন্দবাজার

জিমে ভর্তি হয়ে কেউ মেদ কমাতে চান, আবার কেউ শুধু ফিট হতে চান। তবে অফিসের ব্যস্ততা কিংবা সংসারের হাজার কাজ সামলে নিয়ম করে জিম করার সময় নেই। কিন্তু একটু ফিট না হলেই নয়। বাড়িতে আধাঘণ্টা সময় বার করে যোগাসন অভ্যাস করুন। কেবল রোগা হতেই নয়, শরীরের নানা সমস্যার সমাধান কিন্তু দূর হতে পারে নিয়ম করে যোগাসন করলে। 

তলপেটে, কোমর ও ঊরুর মেদ চটজলদি কমাতে হলে রোজ অভ্যাস করুন অর্ধ শলভাসন। সংস্কৃত শব্দ ‘শলভ’-এর অর্থ পঙ্গপাল। আসনটির অন্তিম পর্যায়ের ভঙ্গিমা মাথা নিচু করে পা ওপরের দিকে তুলে পঙ্গপালের মতো দেখতে। তাই এমন নামকরণ করা হয়েছে।

অর্ধ শলভাসন কীভাবে করবেন?
প্রথমে ম্যাটের ওপর উপুড় হয়ে শুতে হবে। পা দু’টি একসঙ্গে টানটান করুন। এবার দুই হাত রাখুন দুই ঊরুর নীচে, হাতের তালু ওপরের দিকে মুখ করে থাকবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে প্রথমে বাঁ পা ওপরের দিকে তুলুন। হাঁটু যেন ভাঁজ হয়ে না যায় খেয়াল রাখবেন। ডান পা সোজা থাকবে। এ অবস্থানে ২০ সেকেন্ড থেকে শ্বাস ছাড়তে ছাড়তে পা নীচে নামান। নিতম্ব যেন একই জায়গায় থাকে।

একই পদ্ধতিতে শ্বাস নিতে নিতে ডান পা ওপরে তুলুন। একই ভঙ্গিতে ২০ সেকেন্ড থেকে পা নামিয়ে নিন। দুই পায়ে পর্যায়ক্রমে আসনটি করতে হবে। রোজ তিন থেকে চার সেট করে করলে উপকার পাবেন।
উপকারিতা

আরও পড়ুন: গভীর রাতেও ছেলে-মেয়ের ফোন আসক্তি, পিতামাতার জন্য কি উদ্বেগের?

অর্ধ শলভাসন করলে পেটের মেদ তাড়াতাড়ি ঝরে যাবে। কোমর ও নিতম্বের পেশির জোর বাড়বে। নিয়মিত আসন অভ্যাসে প্যারা সিম্প্যাথেটিক স্নায়ুর কার্যক্ষমতা বাড়বে। পিঠ ও কোমরে ব্যথা থাকলে, তা দূর হবে। প্রতি দিনের অভ্যাসে সায়টিকার ব্যথা দূর হবে। আসনটি রোজ অভ্যাস করলে হজমের সমস্যা দূর হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে।

কারা করবেন না?
স্লিপ ডিস্কের সমস্যা থাকলে আসনটি করবেন না। হার্টের রোগ থাকলে এই আসন করা যাবে না। এ ছাড়া হাঁটুতে অস্ত্রোপচার হলে আসনটি না করাই ভালো।

প্রতিদ্বন্দ্বিতা ছাড়ায় নির্বাচিত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ?
  • ১৭ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক: …
  • ১৭ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোয়নপত্র স্থগিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9