চ্যাটজিপিটি-এআই চ্যাটবটকে যে সাত তথ্য বলা ও জিজ্ঞাসা করা যাবে না

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ AM
চ্যাটজিপিটিসহ এআই চ্যাটবটের ব্যবহার বাড়ছে

চ্যাটজিপিটিসহ এআই চ্যাটবটের ব্যবহার বাড়ছে © টিডিসি সম্পাদিত

সাম্প্রতিক সময়ে পরামর্শের জন্য এআই চ্যাটবটের ব্যবহার বেড়েছে। সাম্প্রতিক এক গবেষণায়ও এমন তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা এসব সরঞ্জামের ওপর অতিরিক্ত নির্ভরতার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। বিশেষ করে স্বাস্থ্যসংক্রান্ত তথ্যের জন্য। চ্যাটবটগুলো আপাতদৃষ্টিতে ইউজার-ফ্রেন্ডলি ও নির্ভরযোগ্য বলে মনে হলেও স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞরা এর ওপর নির্ভরতার বিষয়ে সতর্ক করেছেন।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য উদ্ধৃত করা হয়েছে, এতে দেখা যায় পাঁচজনের মধ্যে একজন আমেরিকান এআই থেকে স্বাস্থ্য পরামর্শ চেয়েছেন। গত বছরের একটি জরিপে দেখা গিয়েছে, প্রায় ২৫ শতাংশ আমেরিকান ঐতিহ্যবাহী থেরাপির চেয়ে চ্যাটবট বেছে নেওয়া পছন্দ করছেন। এমন নির্ভরতার পরিপ্রেক্ষিতেই বিশেষজ্ঞরা চ্যাটজিপিটিসহ অন্যান্য এআই চ্যাটবটগুলোর সঙ্গে ব্যক্তিগত বা চিকিৎসা সংক্রান্ত তথ্য শেয়ার করার বিরুদ্ধে সতর্ক করছেন। 

সাত বিষয় চ্যাটজিপিটি ও এআই চ্যাটবটকে বলা বা জিজ্ঞাসা করা উচিত নয়
ব্যক্তিগত তথ্য: নাম, ঠিকানা, ফোন নম্বর বা ই-মেল অ্যাড্রেস এআই চ্যাটবটগুলোর সঙ্গে কখনই শেয়ার করা চলবে না। এ তথ্য ইউজারকে শনাক্ত করতে এবং কার্যকলাপ ট্র্যাক করতে ব্যবহার করা হতে পারে।

আর্থিক তথ্য: আর্থিক তথ্য, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নম্বর কখনোই এআই চ্যাটবটের সঙ্গে শেয়ার করা চলবে না। এ তথ্য ইউজারের টাকা বা আপনার পরিচয় চুরি করতে ব্যবহার করা হতে পারে।

পাসওয়ার্ড: এআই চ্যাটবটসের কাছে কখনই পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। এ তথ্য ইউজারের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে এবং ডেটা চুরি করতে ব্যবহার করা হতে পারে।

নিজের গোপন কথা: এআই চ্যাটবটসের কাছে কখনই নিজের গোপন কথা শেয়ার করা উচিত নয়। কাছের মানুষকেও এ ব্যাপারে সনির্ভর করা যায় না, তা চ্যাটজিপিটি তো দূরের কথা। সে ব্যক্তি নয় এবং ইউজারের গোপন কথা সুরক্ষিত রাখবে, তা মনে করাটাই ভুল!

আরও পড়ুন: কায়রো জাদুঘর থেকে গায়েব ফেরাউনের সোনার ব্রেসলেট

চিকিৎসা বা স্বাস্থ্য পরামর্শ: আর যা-ই হোক, এআই ডাক্তার নয়, তাই কখনই এআই-এর কাছে স্বাস্থ্য পরামর্শ চাওয়া উচিত হবে না। এছাড়াও বিমা নম্বরসহ স্বাস্থ্যের বিবরণ কখনও শেয়ার করা চলবে না।

স্পষ্ট কন্টেন্ট: বেশিরভাগ চ্যাটবট তাদের সঙ্গে শেয়ার করা যে কোনও স্পষ্ট জিনিস ফিল্টার করে, তাই অনুপযুক্ত কনটেন্ট ইউজারকে ব্যান করতে পারে। শুধু তাই নয়, মনে রাখতে হবে, ইন্টারনেট কখনও কিছু ভুলে যায় না। তাই, কেউই জোর দিয়ে বলতে পারবেন না কোথায় ভেসে উঠতে পারে!

এমন কিছু, যা কাউকে জানানোর দরকার নেই: যে ইউজার এআই চ্যাটবটকে যা কিছু বলেন, তা সেভ করা হতে পারে এবং অন্যের সঙ্গে ভাগ করা হতে পারে। তাই, কখনই এআই চ্যাটবটকে এমন কিছু বলা উচিত নয়, যা সারা বিশ্বের জেনে যাওয়ার সম্ভাবনা আছে।

৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9