কনট্যাক্ট লেন্স ব্যবহারে যেসব বিষয়ে অভ্যাস করতে হবে
- সুমন বাইজিদ
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৩ AM
বর্তমানে মেয়েদের মধ্যে চোখে কনট্যাক্ট লেন্স পরার প্রবণতা বেশ জনপ্রিয়। বিশেষ করে বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে সাজের অন্যতম উপাদান হিসেবে এটি ব্যবহার করা হয়। এছাড়া দৃষ্টির সমস্যার জন্যেও এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। চশমাতে অনেকেই অস্বস্তি বোধ করেন, বিশেষত ভিজে আবহাওয়ার মধ্যে বা ধোঁয়াটে পরিবেশে। কনট্যাক্ট লেন্স চশমার তুলনায় অনেক বেশি সুবিধাজনক। তবে, নিয়ম অনুযায়ী এটি ব্যবহার না করলে চোখে নানা সমস্যা হতে পারে। তাই লেন্স ব্যবহারের সময় যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি।
হাত পরিষ্কার করা
লেন্স পরার আগে ও পরে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তোয়ালেতে হাত না মুছে কোনো মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে তারপর লেন্সে হাত দিতে হবে।
জীবাণুমুক্ত রাখতে সঠিক পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রয়োজন
বিশেষজ্ঞের সুপারিশকৃত সলিউশন ব্যবহার করা জরুরি। পানি, লালা বা বাড়িতে তৈরি সলিউশন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। 'রাব অ্যান্ড রিন্স' পদ্ধতি অনুসরণ করুন, এবং 'নো-রাব' সলিউশন ব্যবহারের পরও লেন্সটি সলিউশন দিয়ে ঘষে নিন। লেন্স কেসের সলিউশন প্রতিদিন পরিবর্তন করুন, পুরোনো সলিউশন নতুন সলিউশনের সাথে মেশাবেন না। এছাড়া অন্তত তিন মাস পর পর লেন্স রাখার পাত্রটি বদলাতে হবে।
লেন্স পরে ঘুমানো
লেন্স পরে ভুলেও ঘুমাতে যাবেন না। এতে করে চোখে সংক্রমণ হতে পারে। এই অভ্যাসের কারণে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে।
মেকআপ
মেকআপ করার আগে ভুলেও লেন্স পরবেন না। লেন্স পরে মেকআপ করলে অনেক সময় কাজল বা মাস্কারা লেগে যেতে পারে। এতে করে চোখে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
অতিরিক্ত ব্যবহার করা
যাদের চোখে সমস্যা রয়েছে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী লেন্স পরিবর্তন করুন, তা প্রতিদিন, সাপ্তাহিক বা মাসিক যাই হোক না কেন।
লেন্স পরে সাঁতার কাটা
কনট্যাক্ট লেন্স পরে ভুলেও সাঁতার কাটবেন না। লেন্স পরে মুখে পানির ঝাপটা দেবেন না। এটি পরে পানির কাছেই আসা উচিত নয়। কেননা পানিতে ক্ষতিকর অণুজীব থাকতে পারে যা আপনার লেন্সে আটকে থেকে সংক্রমণ ঘটাতে পারে।
মেয়াদ শেষ হওয়ার পর ব্যবহার
মেয়াদ পেরিয়ে গেলে সেই লেন্স যত দামিই হোক না কেন, ভুলেও ব্যবহার করা যাবে না। এমন অনেক রঙিন লেন্স থাকে, যা একবারই ব্যবহার করা যায়। ভুলেও সেগুলি দ্বিতীয়বার ব্যবহার করবেন না।