করোনা শনাক্তের হার বাড়লো, ১ জনের মৃত্যু

২২ ডিসেম্বর ২০২১, ০৫:০৬ PM
করোনা ভাইরাস

করোনা ভাইরাস © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫২ জন। দেশে ৮ দিন পর সাড়ে তিনশর বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এক দিনে, সেই সঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণের হার।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: নোবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ পদে আলোচনায় যারা

এর আগে সবশেষ ১৩ ডিসেম্বর ৩৮৫ জন কোভিড রোগী শনাক্তের খবর এসেছিল, তারপর থেকে শনাক্ত রোগীর সংখ্যা তিনশর নিচেই ছিল। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশে ২৯১ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় এক জনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা বেড়েছে ৬১ জন।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৮১ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন: বিবাহিত ছাত্রীদের ঢাবির হলে থাকার বিষয়ে সিদ্ধান্ত আসছে

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৩৯ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

 

জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মানুষ বিএনপিকে সাড়া দিচ্ছে না: নাহিদ ইসলাম
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
মিডল্যান্ড ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, কর্মস্থল ঢাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
আগামীকাল ফেনী আসছেন তারেক রহমান, পরিচয় করিয়ে দেবেন ১৩ প্রার…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
  • ২৪ জানুয়ারি ২০২৬