দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ‘সন্দেহে’ একজনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মে ২০২১, ০১:২৪ PM , আপডেট: ২৫ মে ২০২১, ০১:৪১ PM
দেশে প্রথমবারের মতো ভারতের বিরল ছত্রাকজনিত ‘ব্ল্যাক ফাঙ্গাস’- এ আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে বলে ‘সন্দেহ’ করা হচ্ছে। রাজধানীর বারডেম হাসপাতালে তিন দিন আগে ওই রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনো বারডেম হাসপাতালে ভর্তি আছেন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন।
ভর্তি হওয়া রোগী হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। প্রায় এক মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সাতক্ষীরার এই বাসিন্দা। সুস্থ হয়ে তিনি বাড়ি যান। কিন্তু আবার জ্বর দেখা দিলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে বারডেমে নেওয়া হয়।
আরো পড়ুন দেশে প্রথমবারের মতো দুইজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত
ভর্তি থাকা রোগীর পরিস্থিতি উদ্বেগজনক নয় জানিয়ে অধ্যাপক এম দেলোয়ার হোসেন বলেন, রোগী চার-পাঁচ বছর ধরে ডায়বেটিসে ভুগছেন। এরপর তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। জ্বর ও কাশি কমে না যাওয়ায় চিকিৎসকেরা তাঁকে যক্ষ্মার ওষুধও দিয়েছেন। এখন দেখা যাচ্ছে, তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত।
তিনি আরো বলেন, তাঁকে ওষুধ দেওয়া হচ্ছে। ওষুধের দাম অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তাদের সঙ্গে ওষুধের ব্যাপারে যোগাযোগ করা হয়েছে।
মারা যাওয়া রোগীর বিষয়ে তিনি বলেন, এই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ছিল। তাঁর কিডনির সমস্যা ছিল। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। তিন দিন আগে ওই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসার সময় বোঝা যায়নি যে, তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর এটা জানা গেছে।
যাদের অনিয়ন্ত্রিত ডায়বেটিস থাকে তাদের মিউকোরমাইকোসিসে আক্রান্তের ঝুঁকি বেশি বলেও জানান অধ্যাপক এম দেলোয়ার হোসেন।