‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নারী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে জামায়াত নেতার মানহানিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এছাড়াও ডাকসু সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ডাকসুর সদস্য হেমা চাকমা বলেন, ডাকসু নিয়ে একটা দলের নেতা কীভাবে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করতে পারে। আমরা মেয়েরা নিজেদের অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মুক্তি নিয়ে আমরা এখনো যথেষ্ট পরিমাণে সচেতন। নারীরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে খুব কষ্ট করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এসেছে। সেই নারীদের নিয়েই এমন মন্তব্য গ্রহণ যোগ্য নয়।
তিনি বলেন, কোন প্রার্থী যেকোনো দলের নেতাকর্মী হোক না কেন, কেউ যদি নারীদের বিরুদ্ধে কমেন্ট করে তাহলে তার বিরুদ্ধে আমরা সবসময় থাকবো। আমরা চাই নারী বান্ধব একটা বাংলাদেশ। আমার চাই উক্ত জামায়াতের নেতা যেন প্রকাশ্যে ক্ষমা চায়।
সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান আব্দুলাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছে ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধ, ২৪ এর অভ্যুত্থানসহ নানা ঘটনা। তাই এই বিশ্ববিদ্যালয় নিয়ে কোন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আমরা মেনে নেবো না।
তিনি বলেন, ডাকসু পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেখতে পাইনি। কিন্তু অন্য কোনো ইস্যুতে ডাকসুর ব্যানারে প্রতিবাদ জানানো হয়। আমি প্রত্যেক হল সংসদ থেকে বিবৃতির দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এদিকে ডাকসু সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ভবন সম্পর্কে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের একটি বক্তব্যের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। এ ধরনের অর্বাচীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।