দ্বিতীয়বার করোনায় আক্রান্ত ডা. শাকিল, টিকার দুই ডোজ নিয়েছিলেন

১২ মে ২০২১, ০৭:০০ PM
বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল আহমদ

বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল আহমদ © ফাইল ফটো

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ’র (বিআইটিআইডি) ল্যাব প্রধান ডা. শাকিল আহমদ। তিনি করোনা টিকার দুটো ডোজই নিয়েছেন। এরপরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী শিরীন আহমেদ ও ছেলে তৌসিফ আহমেদও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে করোনায় আক্রান্তের বিষয়টি জানান ডা. শাকিল। সেখানে তিনি বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে সর্দি-কাশি, হালকা জ্বর ও মাথাব্যথা করছিল। এর মধ্যেই অফিস ও কাজকর্ম করেছি। করোনা টিকার দুটি ডোজই নিয়েছি। এ কারণে চলাফেরায় তেমন একটা গুরুত্ব দিইনি। কিন্তু আমার স্ত্রী ও সন্তানেরও একই উপসর্গ দেখা দেওয়ায় তাদের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে আমার নমুনা পরীক্ষা করিয়েও পজিটিভ শনাক্ত হই।

ডা. শাকিল আরও বলেন, বর্তমানে চিকিৎসা চলছে। শারীরিক অবস্থাও নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে গত বছরের ২৬ মে প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬