করোনায় মৃতদের দেহ গঙ্গায় ভাসছে! (ভিডিও)

১০ মে ২০২১, ০৭:০৯ PM
গঙ্গা নদীতে মানুষের মরদেহ ভাসছে

গঙ্গা নদীতে মানুষের মরদেহ ভাসছে © সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে অনেক মানুষের মরদেহ ভেসে বেড়াচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, যেসব মরদেহ ভেসে এসেছে তাদের সবাই করোনা আক্রান্ত। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

বিহারের বুক্সার জেলার চাউসা গ্রামে একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, মরদেহগুলো করোনায় মৃতদের। তারা শ্মশানে কর্মকর্তা নিয়োগ ও তদন্তের দাবি জানিয়েছেন।

চাউসা বুক্সার জেলার শহর থেকে দশ কিলোমিটার দূরে উত্তর প্রদেশ সীমান্তে অবস্থিত। সোমবার সকালে গ্রামবাসী কয়েকটি দেহ ভাসতে দেখেন। তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানান।

আনন্দবাজার পত্রিকা জানায়, সকালের দিকে ভাসতে দেখার পর দেহগুলোকে গঙ্গার ধারে তুলে এনে রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তর প্রদেশ, ওই দিক দিয়েই ভেসে এসেছে দেহগুলো। কারণ তাদের দাবি, এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়।

স্থানীয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও আইনজীবী অশ্বিনী বর্মা বলেন, গঙ্গায় ৩০-৪০টি দেহ ভাসতে দেখা গেছে। নদীর তীরে কুকুর জড়ো হচ্ছে। বেশিরভাগ দেহ করোনায় মৃতের হতে পারে।

তিনি আরও জানান, শবদাহ করার ব্যয় বেশি হওয়াতে দরিদ্ররা হয়ত নদীতে দেহ ভাসিয়ে দিয়েছেন। একটি দেহ সৎকার করতে ৩০ থেকে ৪০ হাজার রুপি প্রয়োজন হয়। ফলে দরিদ্ররা হয়ত সহজ পথ নদীতে ফেলে দেওয়াকেই বেছে নিয়েছেন। কুকুর মরদেহগুলো ঘিরে বেড়াচ্ছে। এগুলো ভাইরাস ছড়াতে পারে।

বক্সারের এসডিও কেকে উপাধ্যায় বলেন, দূর থেকে ১০-১২টি মৃতদেহ ভেসে আসতে দেখা গিয়েছিল। আপাতত যা বোঝা যাচ্ছে, বিগত ৫-৭ দিনে ধরে সেগুলো পানিতে ভাসছিল। পানি দেহ ভাসানোর প্রথা আমাদের এখানে নেই। দেহগুলোর সৎকারের ব্যবস্থা করছি আমরা।

এ সংক্রান্ত একটি ভিডিও দেখুন এখানে

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬