বাগেরহাটে ৮ মাস ধরে বেতন পান না ২১১ সিএইচসিপি, চিকিৎসাসেবা ব্যাহত

০২ মার্চ ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত

বাগেরহাটে আট মাস ধরে বেতন পান না ২১১ কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। বেতন না পাওয়ায় চরম আর্থিক কষ্টে ভুগছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া এসব কর্মী। শুধু বেতন নয়, কোথাও কোথাও নিয়মিত ওষুধ সরবরাহও বন্ধ রয়েছে। আবার কোনো কোনো কমিউনিটি ক্লিনিকে নিয়মিত প্রদান করা ওষুধের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রাথমিক চিকিৎসা প্রদানকারী সরকারি এই প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না প্রত্যন্ত অঞ্চলের মানুষ।

বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় ২১৪টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে তিনটি ক্লিনিকে সিএইচসিপির পদ শূন্য রয়েছে। ২১১ জন সিএইচসিপি গত বছরের জুলাই মাস থেকে বেতন পান না। দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েছেন তারা। কেউ কেউ ক্লিনিকে সেবা দেওয়া বন্ধ করেছেন, কেউ তুলনামূলক কম সেবা দিচ্ছেন। আবার কেউ কেউ নিয়মিত আসছেন না ক্লিনিকে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু রাখতে অতিদ্রুত বেতন চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিএইচসিপিরা।

বাগেরহাট সদর উপজেলার রাজাপুর গ্রামের মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এলাকার লোকজন প্রায়ই ছোট অসুস্থতায় রাজাপুর কমিউনিটি ক্লিনিকে আস। এখানের ম্যাডাম (সিএইচসিপি) নাকি অনেক দিন বেতন পান না। এ রকম হলে তো আমাদের সেবা দেবে না।’

আরও পড়ুন: রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত

রহিমাবাদ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা বাসন্তি রানী দাস নামের একজন বলেন, ‘জ্বর, সর্দি, ডায়রিয়াসহ ছোটখাটো যেকোনো সমস্যায় আমরা কমিউনিটি ক্লিনিকে যাই। তবে চুলকানির ওষুধ এখন আর আগের মতো পাই না।

বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রায় আট মাস ধরে বেতন পাই না। খুবই কষ্টে সংসার চলছে। তারপরও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।’

একই উপজেলার সাবেকডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সৈয়াদা বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় খুবই কষ্টের। এটা কাউকে বলা যায় না। আর আগে ৩২ প্রকারের ওষুধ দিত, এখন দেয় মাত্র ২০ প্রকার। রোগীদের সেবা নিশ্চিত করতে অতিদ্রুত বেতন চালু করার দাবি জানান এই সিএইচসিপি।

রাজাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুবর্না বলেন, ‘গত জুলাই মাস থেকে আমাদের বেতন হচ্ছে না। শুক্রবার ছাড়া প্রতিদিন ৭০-৮০ টাকা ব্যয় করে ক্লিনিকে আসি রোগীদের সেবা দিতে। বেতন না পাওয়ার কারণে খুবই হতাশ হয়ে যাচ্ছি।মানসিকতাও ভালো নেই। আমাদের মানসিকতা যদি ভালো থাকে, তাহলে রোগীদের আরও বেশি সেবা দিতে পারব।’ এ ছাড়া নিয়মিত ওষুধ প্রদানের দাবি জানান তিনি।

আরও পড়ুন: হবিগঞ্জে সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি

কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিদের নির্দিষ্ট নিয়ম করে রোগীদের সেবা দেওয়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) অনুপম রানী দাস বলেন, ‘আমরা ঘুরে ঘুরে বিভিন্ন ক্লিনিকে সিএইচসিপিদের পাশাপাশি আমরা রোগীদের সেবা দিই। কিন্তু আামরা নিয়মিত বেতন পাই। সেখানে সহকর্মীরা যদি বেতন না পায়, তাহলে আমাদেরও খারাপ লাগে ‘ এ জন্য ক্লিনিকের সেবা নিশ্চিত করতে সিএইচসিপিদের বেতন চালু করার দাবি জানান এই কর্মকর্তা।   

এদিকে সরেজমিন ঘুরে বিভিন্ন সময় বাগেরহাট সদর উপজেলা, কচুয়া ও শরণখোলার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নির্ধারিত সময়ে বাদোখালীসহ কয়েকটি কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: বই ও শিক্ষকের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মাতৃভাষা

বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘কমিউনিটি ক্লিনিক আগে একটি প্রকল্পের মাধ্যমে চলত। গত বছরের মাঝামাঝি সময়ে কমিউনিটি ক্লিনিকগুলোকে একটি ট্রাস্টের আওতায় নেওয়া হয়। এ জন্য সিএইচসিপিদের নিয়োগপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ট্রাস্টের কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করি, সরকার দ্রুত এ সমস্যার সমাধান করবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষ আবারও আগের মতো সেবা পাবেন।’

ট্যাগ: জাতীয়
কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমানের ন্যায়বিচার ও তদন্ত প্রতিবে…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলা…
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৫, আবেদন শুরু ১২ জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কেজিতে বেড়েছে ২০ টাকা
  • ১১ জানুয়ারি ২০২৬
এস আলমের ৪০০ শতাংশের বেশি জমি জব্দের আদেশ
  • ১১ জানুয়ারি ২০২৬
শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে বিপ্লব
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9