রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত
- রাঙামাটি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ০১:০৯ PM

সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এ স্লোগানে শহরের ভেদভেদী সিনিয়র জেলা নির্বাচন অফিসে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল রহমান, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদার প্রমুখ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ভোটার হাওয়ার জন্য নাগারিকদের ভোটার হওয়ার কর্যক্রম চলমান। এ হালনাগাদ কর্যক্রমে যারা বাদ পড়বেন অনালাইনে মাধ্যমে আবেদন করেই নির্বাচন অফিসে এসে ভোটার হাওয়া যাবে। একই সঙ্গে সারা বছর মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এবং স্থানান্তর হাওয়ার সুযোগ আছে।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল রহমান বলেন, জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন। সেই সঙ্গে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানানো তিনি।