বাংলাদেশ জাতীয়তাবাদী দল © সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী দলীয় টিকিট না পেয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে দেশের অধিকাংশ জেলাতেই এক বা একাধিক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দেখা গেছে। তবে এর ব্যতিক্রম হিসেবে ১৮টি জেলায় কোনো আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
জেলাভিত্তিক বিশ্লেষণে পাওয়া জেলাগুলো হল- পঞ্চগড়, শরীয়তপুর, কক্সবাজার, লক্ষ্মীপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, ভোলা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, ভোলা, ফেনী, পিরোজপুর, নরসিংদীর, রাঙামাটি, বান্দরবানের মত জেলায় দলীয় নির্দেশ অমান্য করে কোনো বিএনপি নেতা প্রার্থী হননি।