করোনার ঊর্ধ্বগতিতে ৫ দফা সুপারিশ পরামর্শক কমিটির

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪০ PM
দেশে গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে

দেশে গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে © ফাইল ছবি

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা, বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ ৫ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল (শনিবার) রাতে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এসময় সরকারকে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা গতকালের সভায় সভাপতিত্ব করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে নিচের সুপারিশগুলো করা হয়-

আরও পড়ুন: ১ সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে ৪৭ শতাংশ

১. সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।
২. প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের কোভিড ভ্যাকসিন টিকা যারা নেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।
৩. বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভাগুলো যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাগুলোতে মাস্ক পরার সুপারিশ।
৫. বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল ১৭ সেপ্টেম্বর দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ৩৬৩ জন।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব বলছে বাংলাদেশে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। ১ সপ্তাহের মধ্যে সংক্রমণ ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কেন করোনার সংক্রমণ আবারও বাড়ছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, করোনার সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে দেশে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নমুনা পরীক্ষা হয় ৩ হাজার ৩৪০টি । এর মাঝে করোনা শনাক্ত হয়েছে ৩৬৩ জনের। এক্ষেত্রে শনাক্তের হার ১০ দশমিক ৮৭। এ ছাড়াও করোনায় মৃত্যু হয়েছে দুজনের।

‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9