মিরপুর-৬ নম্বরে ভোটারদের দ্বারে আমিনুল হক © টিডিসি ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর মিরপুর-১৬ আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিরপুর-৬ নম্বর এলাকার ‘ট’ ব্লকের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন।
এ সময় এলাকার সাধারণ মানুষ বাসা-বাড়ি থেকে বেরিয়ে এসে আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন। গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন তিনি।
আমিনুল হক বলেন, তার নির্বাচনী ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে, কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।
একইসঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
আরও পড়ুন: শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
তিনি আরও বলেন, তিনি দীর্ঘ দিন ধরে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেসব পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
জনগণের সেবক হিসেবে নিজেকে তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সাথে তার দেখা করতে কোনো পিএস কিংবা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না; বরং তিনি সরাসরি জনগণের ধরাছোঁয়ার মধ্যে থাকবেন। নির্বাচন কমিশনের সব আইন মেনে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।