ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন © টিডিসি ফটো
মিয়ানমার থেকে ছোড়া গুলি ও স্থলমাইন বিস্ফোরণে আহত কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার দুই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান এবং মাইন বিস্ফোরণে আহত মোহাম্মদ হানিফ এর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম। এ সময় উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহাজালাল।
ইউএনও মো. ইমামুল হাফিজ নাদিম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের পরিবারকে ৫০ হাজার টাকা এবং মাইন বিস্ফোরণে আহত মোহাম্মদ হানিফের পরিবারকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকেও উভয় পরিবারকে অতিরিক্ত ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'সীমান্ত এলাকার এসব দুর্ঘটনা খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।'
এ বিষয়ে হোয়াইক্যং ইউপি চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা মো. শাহাজালাল বলেন, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তির।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রবিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়। এর পরদিন সোমবার সকালে একই ইউনিয়নের নাফনদী সীমান্তের শাহাজাহান দ্বীপ এলাকায় ঘেরে ফুঁটে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ গুরুতর আহত হন এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরপর এসব ঘটনায় টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমান্তবাসীর, যারা প্রতিদিন জীবনঝুঁকি নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন।