ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স © টিডিসি ফটো
টেকনাফে সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হুজাইফার শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকরা তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তরের পরামর্শ দেন।
হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, শিশুটির অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে হলেও অধিকতর বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন মনে করছে গঠিত মেডিকেল বোর্ড।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের এই শিশুটি গত রবিবার সকালে নিজ বাড়িতে মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে আহত হয়। হুজাইফার চাচা শওকত আলীর দেওয়া তথ্যমতে, সেদিন সকালে বাড়িতে নাস্তা খাওয়ার পর পানি আনতে গিয়ে হুজাইফা গুলিবিদ্ধ হয়। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ওইদিন বিকাল ৪টায় তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং পরে রাতে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার ব্রেইনে জমাট বাঁধা রক্ত অপসারণ করেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের সময় শিশুটির মাথার খুলির একটি অংশ আলাদা করে বর্তমানে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার থেকে আইসিইউতে লড়াই করা হুজাইফাকে নিয়ে উদ্বেগের পর চিকিৎসকদের আশ্বাসে পরিবার কিছুটা স্বস্তি পেলেও বিশেষজ্ঞ নিউরো সার্জারির প্রয়োজনে তাকে এখন ঢাকায় আনা হচ্ছে। শিশুটির জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।