রানওয়ে দৃশ্যমান না থাকায় ফ্লাইট ওঠানামা বিঘ্নিত © সংগৃহীত
তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চরমভাবে বিঘ্নিত হয়েছে। রানওয়ে দৃশ্যমান না থাকায় গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত অবতরণ করতে না পারা ৪টি আন্তর্জাতিক ফ্লাইটকে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় ডাইভার্ট করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ডাইভারশনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ের সাধারণ দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে বিমানগুলো ঢাকায় নামতে পারেনি।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ও দোহা থেকে আসা দুটি ফ্লাইট, মদীনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটগুলো দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর দেওয়ার পর অবতরণে ব্যর্থ হয়ে বিকল্প বিমানবন্দর হিসেবে কলকাতায় অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার পর কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হতে শুরু করলে ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিক হয়। এরপর কলকাতা থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো একে একে ঢাকায় ফিরে আসতে শুরু করে।
এদিকে, শীতের তীব্রতা নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের ১৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু জেলা থেকে এই শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।